ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি।। ঢাকা গাজীপুরে আওয়ামী-সন্ত্রাসী হামলা ও কাশেম হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক কমিটি খুলনা এর সদস্যবৃন্দ ।
গাজীপুরে হামলায় আহত শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যুর প্রতিবাদে ১২ ই ফেব্রুয়ারি বুধবার রাত ৮ টায় নগরীর তেতুলতলা মোড় থেকে শিববাড়ী পর্যন্ত মশাল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি খুলনা এর সদস্য এবং নেতৃবৃন্দরা বলেন, শহিদ কাশেমকে আওয়ামী ফ্যাসিবাদরা হত্যা করেছে।
নিহত আবুল কাশেম (১৭) ঢাকা গাজীপুর মহানগরীর দক্ষিণ কলমেশ্বর এলাকার মৃত জামান হাজীর ছেলে। বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী মাঠে জানাজা অনুষ্ঠিত হবে এবং সকাল সাড়ে ১১টায় মহানগরীর বোর্ডবাজার সংলগ্ন আল-হেরা সিএনজি পাম্প মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্ররা হামলা করলে তাদের আটকে মারধর করা হয়। এতে ২০ জন শিক্ষার্থী আহত হন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।