ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি|| খুলনার ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ১৩ ই ফেব্রুয়ারি সকালে এক প্রেস ব্রিফিং খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। এসময়ে তিনি টুর্নামেন্টের সার্বিক বিষয় ধরেন গণমাধ্যম কর্মীদেরকে। উক্ত অনুষ্ঠানে তিনি আরও জানান, ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ-সহ এ-গ্রুপের সকল খেলা খুলনায় অনুষ্ঠিত হবে।
খেলার প্রতিযোগিতায় মোট ১০টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে। গ্রুপ পর্যায়ে কেবল মাত্র বি-গ্রুপের খেলাগুলো কক্সবাজারে অনুষ্ঠিত হবে এছাড়া গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো দুই দিনের এবং সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ তিন দিনে আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি খুলনার বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় উদ্বোধনী খেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান দল ও বরিশাল বিভাগীয় দল পরস্পরের মোকাবিলা করবে।
উক্ত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় দলে খেলারযোগ্য অনেক উদীয়মান খেলোয়াড় বের হয়ে আসবে বলে আমি আশা করি। খুলনার মানুষ সর্বদাই ক্রিকেটপ্রেমী। এ টুর্নামেন্টের সফল আয়োজনের মাধ্যমে খুলনায় আরও টুর্নামেন্টের আয়োজনের দ্বার উন্মোচিত হওয়ার প্রত্যাশা করা যায়।
খুলনায় অনুষ্ঠিতব্য খেলাগুলো খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৬-১৮ মার্চ। উক্ত প্রেস ব্রিফিংয়ে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ বকতিয়ার রহমান খুলনার প্রবীণ সাংবাদিক শেখ দিদারুল আলম সহ ইলেকট্রনিক্সও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।