মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা প্রতিনিধি|| বাচাই সুন্দরবন,বন্ধ করি প্লাস্টিক দূষণ এই স্লোগানকে সামনে রেখে খুলনার পাইকগাছায় সুন্দরবন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইয়ুথ ফর সুন্দরবন- রূপান্তরের উদ্যোগে ও সুন্দরবন একাডেমির সার্বিক তত্ত্বাবধানে বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই আহবানে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ” ইয়ুথ ফর সুন্দরবনের সদস্য মামুন, ছন্দা সুলতানা,কৃষ্ণা চক্রবর্তী, আলিফা, তানজিলা, মুজাহিদ, তানিয়া,রবিউল, বাপ্পি, তানভীর, অর্পিতা সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,সুন্দরবন আমাদের গর্ব। সুন্দরবন আমাদের সম্পদ। সুন্দরবন শুধু বাংলাদেশের নয়,এটি বিশ্ব সম্পদ। এই বন আমাদের গর্ব। প্রাকৃতিক রক্ষাকবচ ও ঐতিহ্যের প্রতিক সুন্দরবনকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
সুন্দরবন বাংলাদেশের উপকূলের সম্ভাবনাময় ও বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন। তাই বক্তারা সুন্দরবন দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।