স্টাফ রিপোর্টার: এস এম তাজুল হাসান সাদ ||সাতক্ষীরায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পুরষ্কার হিসেবে ৮৬ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। “কিশোরকন্ঠ পড়বো-জীবনটাকে গড়বো, ফুলের মতো ফুটবো মোরা-জ্ঞানের আলোয় জ্বলবো” এই প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২৪’ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কৃতি শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়ে তাদের প্রত্যেককে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। কিশোরকন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা’র চেয়ারম্যান জনাব ইমামুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আরাফাত হোসেন মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ডিপার্টমেণ্টের অধ্যাপক শিক্ষাবিদ কুতুব উদ্দিন ।
অনুষ্ঠানটিতে বক্তারা তরুন মেধাবী শিক্ষার্থীদের আদর্শ জীবন গঠনে করণীয় দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়ে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।