মোঃফয়সাল হোসেন কয়রা উপজেলা| | খুলনার কয়রা থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে সফলতা অর্জন করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে কয়রার আমাদি ব্রিজ এলাকায় কয়রা থানার এসআই মনিরুল ইসলাম, এএসআই নাসির উদ্দিন ও কনস্টেবল আসাদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে মোঃ রাজু খাঁ (২৬), পিতা নূর মোহাম্মদ খাঁ, গ্রাম আটরা ও মোঃ মুজাহিদ গাজী (২০), পিতা সাইদুর রহমান গাজী, গ্রাম গোবিন্দপুর, কয়রা, খুলনা কে ৯০ পিচ ইয়াবা সহ আটক করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম এমদাদুল হক জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে, কয়রায় মাদক নির্মূলে পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কয়রাকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা যায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।