ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || ১৫ ই ফেব্রুয়ারি দৌলতপুর বাজার বর্ণিক সমিতির (রেজিঃ নং-২৫১০) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামী ১৭ ফেব্রয়ারি (সোমবার) সুষ্ঠু ও সুশৃংখলভাবে সম্পূর্ণ করার জন্য নগরীর বয়রা এলাকায় শেখ আবু নাসের স্টেডিয়ামে অবস্থিত যৌথ বাহিনীর নিকট নির্বাচনের প্রতিদ্বদ্বিতাকারী ১১টি পদের প্রায় সকল প্রার্থীদের পক্ষ হতে আইন-শৃঙ্খলা সুন্দর করতে একটি লিখিত আবেদন জমা দেয়া হয়।
আগামী ১৭ ফেব্র“য়ারি (সোমবার) সকাল ৮ থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সকল ধরনের নিরাপত্তা দেবেন বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রার্থীদেরকে আশ্বস্ত করা হয়েছে।
এ সময় বলা হয় এদেশের সাধারণ জনগণের সমস্যা সমাধানে পাশে থাকবে যৌথ বাহিনী।
দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা বলেন, গত ৩ রা ফেব্র“য়ারি কিছু অনাকাক্সিক্ষত ঘটনা ও ছবি যুক্ত আইডি কার্ড নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ার কারণে নির্বাচন স্থগিত ঘোষণা করেন কমিশন। পুনরায় ১৭ ফেব্র“য়ারি নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা চাই না কোন ঝামেলা ছাড়া পুলিশ ও যৌথবাহিনীসহ প্রশাসনের সকল পর্যায়ে নিরাপত্তা নিশ্চত এর মাধ্যমে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন সম্পূর্ণ হবে বলে আমরা আশা প্রকাশ করি।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী সভাপতি প্রার্থী শেখ আসলাম, সহ-সভাপতি অপু গাজী, আশিকুর রহমান শুভ, হীরা বাবু, সার্জেন্ট মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী আসাদ বন্দ, নান্নু মোড়ল, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী শেখ আজিজুল হক কাম্বার, মোঃ আসাদ শেখ, সোলাইমান শেখ, পলাশ শেখ, সাংগঠনিক সম্পাদক প্রার্থী জাকির হোসেন, আরিফ মোড়ল, কোষাধ্যক্ষ প্রার্থী আজিজুর রহমান মোল্লা, মোঃ আসলাম ফকির, তুহিন শেখ, দপ্তর সম্পাদক প্রার্থী আকমল গাজী, দুলাল গোমস্তা, প্রচার সম্পাদক প্রার্থী প্রদীপ দাস ভোলা, মোহাম্মদ ডলার, ক্রীড়া সম্পাদক প্রার্থী মোঃ আকাশ হোসেন, মাহবুব মোড়ল, সদস্য প্রার্থী জয়নাল মোল্লা, মিরাজ শেখ, মোঃ সবুজ শেখ, জামাল সরদার, সুমন হালদার, বাবুসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উলেখ্য, আগামী ১৭ ফেব্র“য়ারি (সোমবার) পুনরায় অনুষ্ঠিত হচ্ছে স্থগিত হওয়া দৌলতপুর বাজার বণিক সমিতি (রেজি: নং-২৫১০)-এর ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন বলে নিশ্চিত করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মুশার্রফ হোসেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।