মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে জমি দখলের উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। জলিল উদ্দীন গাজীর পুত্র মনিরুল ইসলাম গংদের বসতবাড়িতে হামলা চালিয়ে তাদের আহত করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভ্যানচালক মনিরুল ইসলাম গত ১৩ ফেব্রুয়ারি কয়রার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও বিজ্ঞ নির্বাহী আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, উপজেলার মাথাভাঙ্গা মৌজার ২৬ নম্বর এসএ খতিয়ান এবং চলমান বিএরএস ৫৫ নম্বর খতিয়ানে আলী সরদারের নামে জমির চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়। পরবর্তীতে, ওয়ারিশদের কাছ থেকে রেজিস্ট্রিকৃত কোবলা দলিলে মনিরুল ইসলাম ওই জমি ক্রয় করেন এবং সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করতে থাকেন। তবে, আনিছ, বাবু, ফাহিম, আসমাতুল্লাহ, মনিরুল, শারমিন গংরা বিভিন্ন সময় ভাড়াটে সন্ত্রাসীদের সহায়তায় মনিরুল ইসলাম ও তার পরিবারকে উচ্ছেদের জন্য হামলা ও হুমকি প্রদান করে আসছে। এ বিষয়ে মনিরুল কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গত ১১ ফেব্রুয়ারি দুপুরে গোপিরায়েরবেড় গ্রামের আনিছ সানা (পিতা মৃত কুদ্দুস সানা) ও তার সহযোগী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মনিরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ঘেরা-বেড়া কেটে ফেলে, ঘরবাড়ির ব্যাপক ক্ষতিসাধন করে এবং ঘরে রক্ষিত নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
এ হামলায় মনিরুল ইসলাম, তার স্ত্রী নাছিমা ও নুর ইসলাম গুরুতর আহত হন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও ন্যায়বিচার প্রার্থনা করছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।