অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি||বাগেরহাটের মোংলায় সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক মোঃ জুলফিকার আলী পবিত্র মহাধর্মগ্রন্থ আল-কোরআনকে অবমাননা করে বক্তৃতা প্রদান করার প্রতিবাদে তাওহিদী জনতার বিক্ষোভ।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১’টায় মোংলার শাপলা চত্বর থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান – প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে তাওহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন,সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোঃ হোসেন, পাওয়ার হাউস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম,মোংলা কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুর রহমান, ৩’নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইউনুস প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, যদি কেউ নিজেকে মুসলিম দাবি করেন তাহলে সে কোনদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না । যে কোরআনকে অবমাননা করে কথা বলে সে নাস্তিক, মুরতাদ । গত ১৫’ফেব্রুয়ারি বিকাল ৫’টায় রিমঝিম চত্বরে বিএনপির সমাবেশে মোংলা পৌর বিএনপি আহবায়ক ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী যে পবিত্র আল – কোরআনকে অবমাননা করে যে বক্তব্য প্রদান করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং পবিত্র আল-কোরআনের অবমাননা কোনো মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব না।
এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা হুঁশিয়ারি কন্ঠে আরও বলেন, আগামী ২৪’ঘন্টার মধ্যে যদি সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক মোঃ জুলফিকার আলীকে গ্রেপ্তার না করা হয় তাহলে সাধারণ মুসলিম ও তৌহিদী জনতা ঘরে বসে থাকবে না। তাই এই নাস্তিককে দ্রুত গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করার অনুরোধ জানান ।
এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।