মোঃ রাজু হাওলাদার,খুলনা || খুলনায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে কর্মরত মডেল কেয়ারটেকারদের জাতীয় বেতন স্কেলে ১৪তম গ্রেডে অন্তর্ভুক্তিসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে বিভাগীয় পর্যায়ের শতাধিক মডেল কেয়ারটেকার মানববন্ধনে অংশ নেন। তারা দীর্ঘদিন ধরে স্বল্প সম্মানীতে দায়িত্ব পালন করলেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন।
মডেল কেয়ারটেকারদের পাঁচ দফা দাবি:
১ । সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ১৪তম গ্রেডে অন্তর্ভুক্তি ও স্থায়ী নিয়োগ।
২ । বর্তমানে কর্মরত কেয়ারটেকারদের পরবর্তী প্রকল্পে বহাল রাখা ও পদের নাম পরিবর্তন।
৩ । মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে যাতায়াত ও অন্যান্য ভাতা প্রদান।
৪ । কেন্দ্র ও মাঠ পরিদর্শনের জন্য মোটরসাইকেল ও জ্বালানি বরাদ্দ।
৫৷ চাকরির নিরাপত্তা নিশ্চিতে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন।
মানববন্ধন শেষে খুলনা বিভাগীয় পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণকালে তিনি কেয়ারটেকারদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে জানান।
বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের একমাত্র অফিস হিসেবে মডেল রিসোর্স সেন্টার সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও ধর্মীয় দিকনির্দেশনা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তা সত্ত্বেও তারা স্বল্প সম্মানীতে কঠোর পরিশ্রম করতে বাধ্য হচ্ছেন।
মানববন্ধনে উপস্থিত মডেল কেয়ারটেকার নেতারা বলেন, দ্রুত দাবি মেনে না নেওয়া হলে পরবর্তী সময়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।