মোঃ রাজু হাওলাদার,খুলনা || ফ্যানের সাথে ওড়না পেচিয়ে কলেজ ছাত্রী সিজ্যেতি ভৌমিক (১৮) আত্মহত্যা করেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২ টার দিকে গিলাতলা মক্তবের মোড় সরোয়ার শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই বাড়িতে ভাড়াটিয়া ছিলেন। সে গিলাতলা ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের একাদশ শ্রেণীর পড়তো৷ নিহত কলেজ ছাত্রী দিঘলিয়া উপজেলা রাধা মাধবপুর গ্রামের বাসিন্দা ও মানিক চন্দ্র ভৌমিকের কন্যা।
খুমেক হাসপাতাল সুত্রে জানা যায,শনিবার রাত ১২ টার পর যে কোন সময় খুলনা মহনগরীর খানজাহানআলী থানাধীন গিলাতলা মক্তবের মোড়ে কলেজ ছাত্রী সিজ্যোতি ভৌমিক নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তবে কি কারনে আত্মহত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এছাড়াও খুলনায় আরও এক ব্যক্তি ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তার নাম রাকিব(২৪)। সে নগরীর লবনচরা থানাধীন মোক্তার হোসেন রোড আমতলা নামক এলাকায় বাসিন্দা বাদশার পুত্র।
খোজ নিয়ে জানা যায়, আজ রোববার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মোক্তার হোসেন রোড আমতলা জাকির হোসেনের বাড়ির ভাড়াটিয়া রাকিব অজ্ঞাত কারণে নিজরুমে ওড়না দিয়ে ফ্যানের সাথে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন গলায় ফাঁস দেওয়ায় অবস্থায় ঝুলতে দেখে তাকে নামিয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত (ব্রডডেড) ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আছে। এ সংক্রান্তে লবণচরা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।