অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি|| সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। পবিত্র কুরআন নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে তিনি দাবি করেছেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) তার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলহাজ্ব মোঃ জুলফিকার আলী বলেন, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। মহান আল্লাহর অশেষ রহমতে একাধিকবার পবিত্র হজ পালনের সৌভাগ্য হয়েছে। দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত থেকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
এ সংবাদ সম্মেলনে নিজের বক্তব্য প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে বলেন, গত ১৫ ফেব্রুয়ারি বিএনপির এক জনসভায় সভাপতির দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃতভাবে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছি। আমি বলেছিলাম- রাজনৈতিক কতিপয় ব্যক্তি পবিত্র কুরআন নিয়ে ভাঁওতাবাজি করে। এটি বলা আমার ভুল হয়েছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও অনুতপ্ত।
এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন একটি স্বার্থান্বেষী মহল আমার বক্তব্য খণ্ডিত ও বিকৃতি আকারে উপস্থাপন করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি নজরে আসার পরপরই আমি মহান আল্লাহ ও ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চেয়েছি এবং নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যাখ্যা দিয়েছি।
এ সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি আবারও মহান আল্লাহ ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ক্ষমা চান এবং সবাইকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সাবেক কাউন্সিলর আলা উদ্দিন, আবদুর রাজ্জাক, সাবেক সংরক্ষিত কাউন্সিলর আয়শা বেগম, কমলা বেগম’সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েকশত নেতাকর্মী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।