ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || খুলনা নগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক যুবলীগ নেতা জাকির হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে নগরীর মুসলমান পাড়া এলাকা থেকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে গোয়েন্দা কার্যালয়ে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো: তৈমুর ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতারের জন্য আমরা কয়েকদিন ধরে টার্গেট নিয়েছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুলনা সদর সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সেগুলো অনুসন্ধান করা হচ্ছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।
এছাড়া জাকিরের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, হাসিনা সরকারের পতনের পর জাকির গা ঢাকা দিয়েছিল। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এলাকায় ফিরে আসেন এবং সরকার বিরোধী কর্মকান্ড সফল করার লক্ষে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এলাকায় লিফলেট বিতরণও করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।