ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম-১২ কর্তৃক সদস্য ফরম বিতরণ উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ই ফেব্রুয়ারি) বিকেলে শেবাচিম ক্যাম্পাসে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর জুলাই-আগস্টের শহীদের স্মরণে ২ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আগ্রহী সদস্যদের মাঝে ১০ টাকা মূল্যে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের ও জমাদানের পর ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম-১২ কর্তৃক সদস্য ফরম বিতরণ উপলক্ষ্যে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রিংকু ও র যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন।
অনুষ্ঠানে শেবাচিম শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী আবু তালহার সঞ্চালনায় সভাপতিত্ব করেন শেবাচিম ছাত্রদলের সভাপতি রাফসান জনি আবির। এছাড়াও উপস্থিত ছিলেন শেবাচিম ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ নবীন সদস্যরা।
প্রধান অতিথি জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী বলেন, ছাত্রদল গণতন্ত্রে বিশ্বাসী সংগঠন। ছাত্রদল অন্যান্য ছাত্রসংগঠনগুলোর মত লেজুড়বৃত্তির রাজনীতিতে বিশ্বাস করে না। ছাত্রদলের কাছে জনমতের গুরুত্ব রয়েছে। ছাত্রদল অন্যান্য দলের মতো বিতর্কিত কমিটি না দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করছে। দেশে পরিবর্তন এসেছে, মানুষ সচেতন হয়েছে , এই দেশে কোন ফ্যাসিস্টের ঠাঁই হবে না। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নেতারা কর্মীদের কাছে পৌঁছে কর্মীসভা সভা করছে।
বিশেষ অতিথি আসাদুজ্জামান রিংকু বলেন, আমাদের খুব ভালো লাগছে যে, ছাত্রদল কর্মীদের বাইরে সাধারণ শিক্ষার্থীরাও আজকের কর্মী সম্মেলনে এসেছেন।ছাত্রদলের প্রতি শিক্ষার্থীদের যথেষ্ট আস্থা রয়েছে এটা তারই প্রমাণ। ছাত্রদল সবসময় শিক্ষা ও গবেষণার পাশাপাশি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জুলাই-আগস্টের আন্দোলনেও ছাত্রদলের ভূমিকার কথা আপনারা সবাই জানেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল আদর্শ সংগঠনে পরিণত হয়েছে এবং তারই হাত ধরে বাংলাদেশ বিশ্বের বুকে সমৃদ্ধ ও উন্নত দেশ হিসাবে মাথা উঁচু করে থাকবে।
আরেক বিশেষ অতিথি তারেক হাসান মামুন বলেন, শিক্ষামূলক কার্যক্রম, বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাই দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে। আপনাদের মাঝে যোগ্যতা অনুযায়ী সাংগঠনিক কাঠামোতে থাকবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।