মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় ক্লাইমেট -স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’র উদ্ধোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তানে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা খামারবাড়ী উপ-পরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্রকল্প পরিচালক কৃষিবিদ ফজলুল হক মনি, অতিরিক্ত উপ-পরিচালক আঃ সামাদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো একরামুল হোসেন। বক্তব্য রাখেন খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ঈমান উদ্দীন, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল,সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন , মোস্তফা মোড়ল,উপ-সহকারী কৃষি অফিসার তোফায়েল আহমেদ তুহিন, আবুল কালাম আজাদসহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী ও প্রান্তিক কৃষকরা।
আলোচনা সভা শেষে র্যালি শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্লাইমেট – স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন করেন ও মেলা পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।