ইমরুল ইসলাম ইমন খুলনা প্রতিনিধি।।খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ের শিক্ষাজীবন সম্পন্ন উপলক্ষে ৩ দিনব্যাপী শিক্ষাসমাপনীর উৎসব গতকাল সোমবার ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। উক্ত শিক্ষাসমাপনী উৎসবটির বেলুন, ফেস্টুন,পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে একটি বিশেষ শোভাযাত্রা বের করা হয়। এর পরবর্তীতে শোভাযাত্রাটি খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময়ে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। এসময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষাসমাপনী উৎসব উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে একটি ট্রাক র্যালি বের করা হয়। র্যালিটি খুলনা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও খুলনা বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হওয়ার পাশাপাশি পরবর্তীতে কালার ফেস্ট ও অর্গানাইজেশন ডে অনুষ্ঠিত হয়।
এছাড়াও উক্ত কর্মসূচির দ্বিতীয় দিনে (মঙ্গলবার) এক বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ তৃতীয় ও শেষ দিনে বুধবার ১৯ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি বিশেষ কনসার্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত কনসার্টে দেশসেরা ব্যান্ড ‘নগরবাউল জেমস’ এর পাশাপাশি ‘মেঘদল’ ও ‘ক্রিপটিক ফেইট’ এর বিভিন্ন শিল্পীরা এসময়ে পারফর্ম করবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।