ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ সোমবার ১৭ ই ফেব্রুয়ারি নগরীর এপিসি স্কুল ডালমিল গলি থেকে সোমবার দুপুর পৌনে ৩ টার দিকে নগরীর খুলনায় হকার্স ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলামকে আটক করা হয়।
খায়রুল ইসলাম নগরীর ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য এবং ঐ এলাকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে।
পুলিশের একটি সূত্র জানায়, বর্তমান সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এক যোগে কাজ করছে। তারই অংশ হিসেবে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। সরকার বিরোধী লিফলেটও বিতরণ করছে। জনসমর্থন নেওয়ার জন্য তারা বিভিন্ন পত্রিকার পাতার মাঝে এই লিফলেট বিতরণ করছে।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে সব পত্রিকার মধ্যে লিফলেট বিতরণের অভিযোগে, পুলিশ খুলনা জেলা হকার্স ইউনিয়নের সভাপতি ও ২৩ নং ওয়ার্ড যুবলীগের সদস্য খায়রুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময়ে তার কাছ থেকে সরকার বিরোধী বক্তব্য সম্বলিত লিফলেট উদ্ধার করা হয়।
সূত্রটি আরও জানায়, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিফলেটটি কোথা থেকে তার কাছে এলো, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈয়মুর আলম বলেন, খায়রুল সরকারবিরোধী লিফলেট বিতরণ করছে। জনসমর্থন নেওয়ার জন্য তারা বিভিন্ন পত্রিকার পাতার মাঝে লিফলেট বিতরণ করছে। যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।