ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি ||খুলনার দৌলতপুর দিবা-নৈশ কলেজ সরকারিকরণের নামে শিক্ষক কর্মচারীদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎসহ নানান অভিযোগে কলেজটির অধ্যক্ষ এএসএম আনিসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কলেজটির সভাপতি শেখ মাসুদ হোসেন রনি।
জানা যায়, কলেজটির অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা, অবৈধভাবে তথ্য গোপন, আদালত অবমাননা, পদোন্নতি ও এমপিওর ক্ষেত্রে দুর্নীতিসহ অধ্যক্ষ পদের বিরুদ্ধে মামলা চলমান অবস্থায় তিনি নিয়োগ নিয়েছিলেন।
গত ১৬ই ফেব্রুয়ারি পরিচালনা পরিষদের সভায় অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের সত্যতার প্রমাণ সাপেক্ষে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি একজন পরিচালনা পরিষদের সদস্যকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়। বিষয়টি লিখিত ভাবে অধ্যক্ষকে জানানো হয়েছে।
উলেখ্য, এর আগে কলেজটির রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম সবুজকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে চাকুরি নেওয়া, নিয়মিত ক্লাসে না আসা, শিক্ষাগত যোগ্যতাসহ নানান ত্র“টি থাকায় গত জানুয়ারি মাসে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।