রাজু হাওলাদার,খুলনা || খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন মারীয়া পেট্রোল পাম্পের পিছনে কৃষ্ণনগর মৌজায় অবস্থিত সন্ত্রাসী ও ভূমিদস্যু মোঃ ফাহাদ হোসেন নিলয় ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক জমি দখল করার প্রতিবাদে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি), খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ রবিউল ইসলাম বলেন, সন্ত্রাসী ও ভূমিদস্যু মোঃ ফাহাদ হোসেন নিলয় সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন সন্ত্রাসী গত ১৭/০২/২০২৫ইং তারিখ আনুমানিক ১২ ঘটিকার সময় তার বাড়ীর ওয়াল ভেঙ্গে দেয়। বিগত দিনের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হইলেও সন্ত্রাসী ও ভূমিদস্যু মোঃ ফাহাদ হোসেন নিলয় ও তার বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপ এখনও থামিনি। তিনি আরও বলেন, উক্ত জমি গত ১৭/০২/২০১৫ইং তারিখে জনাব শেখ রাসেল কবির এর নিকট থেকে ক্রয় করা হয়। উক্ত জমির পাশে জনৈক কানিজ ফাতেমা ৪.১২৪৯৯ শতক জমি এবং মোঃ রহমত আলী এর ৬.৬ শতক জমি আছে। তাদের জমিতেও তারা আধাপাকা টিনের ঘর তৈরি করে পাকা বাউন্ডারী দিয়ে ঘেরাও দিয়ে রেখেছে সন্ত্রাসী ভূমিদস্যু মোঃ ফাহাদ হোসেন নিলয় ও তার সহযোগী ভূমিদস্যুদের নিয়ে মাঝে মধ্যে এই তিন জনের বাড়িতে এসে হুমকি ধামকি প্রদান করে।
ঘটনার দিন,ভূমিদস্যু ফাহাদ হোসেন নিলয় সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন ভূমিদস্যুদের নিয়ে বেআইনি ভাবে আমার বাড়ির ভিতর প্রবেশ করিয়া লাঠি সোটা, হ্যামর, দা কুড়াল নিয়ে আমাদের বর্তমান বাড়ি হরিণটানা থানাধীন মারিয়া পেট্রোল পাম্পের পিছনে বাড়িতে প্রবেশ করিয়া প্রত্যেকের বাড়ির পাকা বাউন্ডারী ওয়াল এবং সেখানে থাকা ০১টি টিউবয়েল ভাংচুর করে আনুমানিক ২,০০,০০০/-টাকার ক্ষতি হয়। পরবর্তীতে আমার স্ত্রী হরিণটানা থানা পুলিশকে মোবাইল ফোনে সংবাদ দিলে হরিণটানা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মোঃ ফাহাদ হোসেন নিলয় সহ তার সন্ত্রাসীবাহিনীরা একটি মটর সাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়। এই সমস্ত বিষয় নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগার কারণেই সংবাদ সম্মেলন করা হয়। ভুক্তভোগীরা এই সন্ত্রাসী ও ভূমিদস্যু বাহিনীর হাত থেকে রক্ষা এবং উক্ত জমিতে নিরাপদে বসবাস করার দাবি জানান। সম্মেলনে ভুক্তভোগী ও সাধারণ জনগণ এবং খুলনার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।