শরিফুল ইসলাম, খুলনার খবর || খুলনা সদর থানাধীন শান্তিধাম মোড়ে গণঅধিকার পরিষদ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণঅভ্যুত্থানে আহত-নিহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারসহ সামগ্রিক প্রেক্ষাপটে ৫ দফা দাবিতে ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩:৩০ ঘটিকায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আঃ আজিজ।
খুলনা জেলা যুব অধিকার পরিষদ সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন। খুলনা জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি সেলিম।খুলনা মহানগর শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সহ প্রমূখ।
বক্তাগণ বলেন, বাংলাদেশে কোন প্রকার ফ্যাসিস্ট বা হত্যাকারীদের স্থান হবে না। জুলাই-আগস্ট অভ্যুত্থানে সকল আহত ও নিহতদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হলেও আশানুরূপ কাজ করতে ব্যর্থ হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা প্রদানে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে।অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ৭(সাত) মাস হয়ে গেলেও তেমন কোন ফল পাওয়া যায়নি। বর্তমান সরকার বিগত ফ্যাসিবাদের পুনর্বাসন করতে চায় কি সে বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
৫ দফা দাবি সমূহ
১। জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক মাস্টারমাউন্ড শেখ হাসিনাসহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা।
২। জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা।
৩। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বির্নিমাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পূর্নগঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।
৪। ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারের জড়িতদের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করে সম্পদ বাজেয়াপ্ত করা।
৫। বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনার রেজিমে সংগঠিত গুম-খুন ও ২০১৪,২০১৮ এবং ২০২৪ সালের ভুয়া নির্বাচনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।
মিছিলের রুট: খুলনা সদর থানাধীন শান্তিধাম মোড় থেকে শুরু হয়ে সিমেট্রি রোড দিয়ে ডাকবাংলা মোড় হয়ে পিকচার প্লেস মোড় হয়ে স্যার ইকবাল রোড হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে বেনী বাবু রোড দিয়ে পুনরায় শান্তি ধাম মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।