ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিদর্শক মোঃ মনিরুজ্জামান লিটন। মামলা নং ১৭ তাং ১৯/২/২০২৪। ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২/৫/৩২৬/৪২৭/৩৪ পেনাল কোড। তবে মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। আসামিরা সবাই অজ্ঞাত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংঘর্ষের ঘটনায় রাতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে গণমাধ্যমে পাঠানো তাদের ৫ দফা দাবির মধ্যে ২নং দাবি ছিল কুয়েট শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং এদের প্রশ্রয়দাতা শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হতে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং এর সঙ্গে জড়িত সকলকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে। জড়িতদের তালিকা শিক্ষার্থীরা প্রদান করবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।