জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) || ৷কয়রায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২১ফেব্রুারী) প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কয়রা প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল এবং বিভিন্ন রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ।
এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মাওলা বক্স, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, কৃষি অফিসার সঞ্জয় কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশীদ, কয়রা কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউলসহ নাম না জানা আরও অনেকে। তাদের আত্মত্যাগের পথ ধরেই এসেছে স্বাধীনতা।
১৯৯৯ সালে ইউনেস্কোর স্বীকৃতির মধ্য দিয়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।