নড়াইল প্রতিনিধ || নড়াইলের লোহাগড়ায় একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের রচনা ও পরিকল্পনায় এবং সহকারী শিক্ষক রেবেকা সুলতানা, শিক্ষক নুরুন নাহার, শিক্ষক লাকি রানী সাহা ও শিক্ষক মাকসুদুর রহমানের নির্দেশনায় মঞ্চস্থ করা হয় বিশেষ গীতি ও আলেখ্য অনুষ্ঠান।
শুক্রবার (২১ শে ফেব্রুয়ারী) বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সার্বিক সহযোগিতায় অন্যন্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবীব রাসেল, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ সহ প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রথমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আকা চিত্রাঙ্কন প্রদর্শনী উদ্বোধন করেন ও বিদ্যালয় চত্বরে বইমেলা পরিদর্শন করেন।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে থাকি। তবে এবারে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আত্মতৃপ্তি উপলব্ধি করছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।