মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি || যশোরের শার্শায় ও বেনাপোলে পৃথক, পৃথক ভাবে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা পালন করা হয়।
শুক্রবার (২১) শে ফেব্রুয়ারি রাত, বারোটা এক মিনিটে প্রথম প্রহরে পুষ্প মাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। মাঝে গভীর রাত বিরতি দিয়ে, সকালের সূর্যোদয়ের সাথে, সাথে বেনাপোল ও নাভারন কেন্দ্রিক বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্ব স্বায়িত্ব , ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে দিবসটি উদযাপন করা হয়।
এ সময় নাভারন ডিগ্রী কলেজ, নাভারন সরকারি মহিলা কলেজ, নাভারন মহিলা মাদ্রাসা, বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়, রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়, বুরুজ বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুরুজ বাগান ফাজিল মাদ্রাস, নাভারন কিন্ডারগার্টেন, সবুজ কুড়ি এডাস স্কুল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দল সহ বিএনপির অঙ্গসংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকালের সূর্যোদয়ের সাথে, সাথে খন্ড, খন্ড র্যালি সহকারে পায়ে হেঁটে নাভারন বাজার যশোর বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ শেষে নাভারন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য প্রদান করেন।
এ সময় বুরুজ বাগান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইসমাইল হোসেনের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
তিনি বলেন, ১৯৫২ সালের এই দিনে, এ দেশের আপামোর ছাত্র, জনতা রাষ্ট্রীয় ভাষা বাংলা করার দাবিতে রাজপথে ঝাঁপিয়ে পড়ে, সালাম, রফিক, বরকত, জব্বার সহ অনেক ছাত্র শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশের বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়। এই ইতিহাস আমাদের অনাগত সন্তান ও কিশোর শিক্ষার্থী সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে এই ইতিহাস তুলে ধরতে হবে এবং এর মর্যাদা তাদেরকে বুঝতে হবে।
অপরদিকে বেনাপোল কেন্দ্রিক সকল সরকারি
, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা পালন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, বুরুজ বাগান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান,নাভারন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ লায়লা আফরোজ মলি।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ। বেনাপোল পৌর বিএনপির সভাপতি আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মুস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসির উদ্দিন জিন্নাহ, ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম খান চয়ন, সদস্য সচিব সবুজ হাসান খান, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।
বেনাপোল প্রতিনিধি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।