সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি || যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে তেরখাদা উপজেলায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করে।
দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৮টার দিকে বিভিন্ন দপ্তরের অফিসার , সাংবাদিক , শিক্ষক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে প্রভাত ফেরী বের হয়।
প্রভাতফেরী শেষে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (চঃ দাঃ) আঁখি শেখ এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান , উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার , উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান , অধ্যক্ষ এস এম মিজানুর রহমান , মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শেখ শহিদুর রহমান , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক , উপজেলা সমবায় অফিসার মোঃ মঞ্জুরুল কবির , উপজেলা ইউ আর সি ইন্সটেক্টটর মোঃ নজিবুর রহমান , প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) মাওলানা শারাফাত হোসেন দিপু , বীর মুক্তিযোদ্ধা মোঃ বোরহান উদ্দিন আহমেদ , উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিদুল ইসলাম জুম্মান , মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ কায়নাত , উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল , উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ কেরামত আলী , উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ নাহিদ হাসান , উপজেলা এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা , জেড এম শামীম আহমেদ।
সভায় এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (চঃ দাঃ) আঁখি শেখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।