ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাগ্রত খুলনা’র উদ্যোগে দৌলতপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার প্রধান অতিথির বক্তব্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রতিযোগিতায় ভালো করার চেয়ে অংশগ্রহণ করাটাই হলো মূখ্য বিষয়। অংশগ্রহণ করা মানেই প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান অধিকার করবো বিষয়টা এমন নয়। হার-জিত থাকবেই, মন খারাপ করলে চলবে না। তিনি সকল ছাত্রছাত্রীকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। একইসাথে সন্তানের প্রতি সঠিক দায়িত্ব পালনের জন্য অভিভাবকদের অনুরোধ করেন। পরিশেষে সকলে মিলে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, সুখী-সমৃদ্ধ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।