আমজাদ হোসেন নওগাঁ || নওগাঁর মান্দায় উত্তরা ডিগ্রি কলেজর ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্মৃতিচারণ, আলোচনা সভা সাংসকৃতিক উৎসব অনুষ্ঠিত র্যালি, আলোচনা সভা, গুণীজন সম্মাননা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে সকাল ৮ ঘটিকায় রং-বেরং এর ব্যানার, বেলুন-ফেস্টুন, ইত্যাদিসহ বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দের আকর্ষণীয় শোভাযাত্রা ও র্যালির মধ্য দিয়ে উত্তরা ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উৎসব এবং প্রথম পূনর্মিলনী উদযাপন ২০২৫ এর শুভসূচনা হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিশ্বিবদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান। দিনব্যাপী বর্ণিল আয়োজনে সকাল থেকেই কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।
উত্তরা ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তিতে স্মৃতিচারণ, আলোচনা ও সাংসকৃতিক অনুষ্ঠান, গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ রাজশাহী বিশ্বিবদ্যালয়ের প্রফেসর ড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্বিবদ্যালয়ের ডীন ভেটেরিনারি এ্যনিম্যাল এ্যান্ড সায়েন্স অনুষদ বিভাগের প্রফেসর ড. খন্দকার মো: মোজাফফর হোসেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন উত্তরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব হোসেন ও স্মৃতিচারণ বক্তৃতা করেন মালশিরা উচ্চবিদ্যালয়ের অবসারপ্রাপ্ত সহকারী শিক্ষক শ্রী. অজিত কুমার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বি়এনপির আহবায়ক মো: শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, কুশুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, নওগাঁ এ্যাডভোকেট বার এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. শওকত ইলিয়াস, এ্যাড বিশ্বজিৎ কুমার, মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিদ্দিক হোসেন প্রমুখ। অনুষ্ঠানের ২য় পর্বে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির নিয়ম-শৃঙ্খলা এবং শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে ঈর্ষণীয় সাফল্য ক্ষয়িষ্ণু সমাজ প্রেক্ষাপটে উজ্জ্বল আশা ও সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে। হাটি হাটি পা পা করে দীর্ঘ ৩০ বছর উত্তরা ডিগ্রি কলেজ বিরামহীন ও নিরবচ্ছিন্নভাবে কৃতিত্ব আর উন্নয়নের মহাসড়কে চলছে আর চলছে; কখনও তাকে থেমে থাকতে হয়নি। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে উত্তরা কলেজের গভর্নিং বডির সভাপতি ও নওগাঁ জজ কোর্টের এ পি পি এডভোকেট মিজানুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উত্তরা ডিগ্রী কলেজকে গড়ে তোলা এবং শিক্ষার মান উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এক যোগে কাজ করার আশা ব্যক্ত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।