মহরম হাসান মাহিম|| প্রায় সপ্তাহ দুই জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাবুরার মেগা প্রকল্প বা সাতক্ষীরা পোল্ডার ১৫ পুনর্বাসন প্রকল্পের ছবি, ভিডিও ও লেখালেখির মাধ্যমে নানান অভিযোগ উঠে আসে। যেটা গাবুরার সচেতন নাগরিক সমাজ বিশেষ করে তরুণ প্রজন্ম বিক্ষুব্ধ হয়ে ওঠে। এবং গাবুরা কিংবা গাবুরার বাইরে অবস্থানরত গাবুরারবাসীর নজরে আসে বিষয়টি যেটি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
তার প্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারী ২০২৫ মোঃ ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একটি জরুরী অনলাইন সভার আয়োজন করা হয়। যে মিটিং এ গাবুরার প্রায় প্রতিটি ওয়ার্ডের যুব সমাজ অংশগ্রহণ করে। এবং উক্ত মিটিং এ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ইয়াসিন আরাফাত (জুনিয়র) সরোজমিনে কাজের অবস্থা পর্যাবেক্ষণ করেন এবং নানান অসংগতি দেখতে পান।
প্রথম দিনের প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি ২০২৫ আবারো একটি জরুরী সভার আয়োজন করে ‘অস্তিত্ব রক্ষার লাড়াই : গাবুরার সচেতন নাগরিক সমাজ’ সেই সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, গাবুরার যুব সমাজ সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে সরাসরি দেখা করে সকল বিষয় উপস্থাপন পূর্বক পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই আলোকে ১২ গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জনাব মাছিদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, জরুরী কাজে গাবুরার বাইরে আছেন। গাবুরায় ফিরলে মিটিং করবেন।
চেয়ারম্যান বাসায় ফিরেছেন শুনে ‘অস্তিত্ব রক্ষার লড়াই : গাবুরার সচেতন নাগরিক সমাজ’ ইয়াসিন আরাফাতের নেতৃত্বে ১০ (দশ) সদস্যের একটি প্রতিনিধি দল আজ ২২ ফেব্রুয়ারি, বাদ মাগরিব চেয়ারম্যান সাহেবের সাথে সরাসরি সাক্ষাৎ করেন। উক্ত প্রতিনিধি দলের আরো যারা সদস্য ছিলেন, হাবিবুল্লাহ আল মামুন, মোঃ ওয়ায়েজকুরুনী, শাহাদাৎ হোসেন রাজিব, ইয়াসিন আরাফাত (জুনি), নাসিম সায়াদাত ফয়সাল, আব্দুর রহমান, মোঃ শরিফুল ইসলাম, মোঃ ফয়েজুল্লাহ, আশিকুর রহমান সহ অন্যন্য।
অস্তিত্ব রক্ষার লাড়াই গাবুরার সচেতন নাগরিক সমাজ প্রতিনিধি দল। প্রকল্পের কাজে ঠিকাদার কর্তৃক নানান অনিয়ম, কাজে নকশা প্রধানে চতুরতা, নিন্ম মানের উপকরণ দিয়ে ব্লক নির্মাণ, রাস্তার গোড়া কেটে রাস্তা পূনঃ নির্মাণ, নকশা অনুযয়ী কাজ না করা, অনৈতিক অর্থ আদান-প্রদাণ সহ নানান বিষয় উপস্থাপন করেন।
সম্মানিত চেয়ারম্যান সাহেবে সকল বিষয় গভীর মনোযোগের সাথে শুনে প্রতিনিধি দলের সাথে একাত্মতা প্রকাশ করেন। এবং প্রতিশ্রুতি প্রদান করেন যে, আসন্ন পবিত্র মাহে রমজানের পূর্বে দ্রুত তম সময়ের মধ্যে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এক্সএন এর সাথে প্রতিনিধি দল ও গাবুরার সাধারণ জনগনের সরাসরি আলোচনার বন্দেবস্ত করবেন। ততদিন সবাইকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ জানান।
” উপকূল বাঁচলে বাঁচবে দেশ, গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে স্মরণ করে উক্ত জনগুরুত্বপূর্ণ আলোচনাটি সমাপ্ত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।