রাজু হাওলাদার,খুলনা || নগরীর শান্তিধাম মোড়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,খুলনা মহানগর শাখার বিক্ষোভ ও মশাল মিছিল (রবিবার ২৩ ফেব্রুয়ারী) রাত টায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিছিলটি খুলনা মহানগর গণ অধিকার পরিষদ এর কার্যালয় শান্তিধাম মোড় থেকে শুরু হয়ে নগরীর রয়েল ও সাত রাস্তায় মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হয়ে পূণরায় কার্যালয় এর সামনে এসে শেষ হয়। এই সময় উপস্থিতদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষ খুলনা মহানগর এর সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জুবায়েত শেখ সম্রাট,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রেজোয়ানুল হক রাদ।বক্তৃতায় ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর শাখার সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতন নেক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে।প্রশাসন তাদের উদাসীনতা থেকে বাইরে দেশের প্রয়োজনে দ্রুত ধর্ষকদের গ্রেফতার করে আমি আওতায় নিয়ে আসতে হবে।দ্রুত কার্যকর না হলে সবকিছু সাধারণ জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে প্রস্তুত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর।
এই সময় আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর সোনাডাঙ্গা থানা ছাত্র অধিকার পরিষদ এর আহবায়ক সিয়াম,খুলনা মহানগর শাখার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রবি,খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদ এর সদস্য রাকিব,অভি,তামিম,শ্যামল,ইমন,আলামিন সহ আরো অনেক নেতৃত্ববৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।