ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || খুলনার ” নিরালা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতি” র দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে আকতার হোসেন ফিরোজ এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুস সবুর নির্বাচিত হয়েছেন।
এছাড়া সমিতির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে ইজ্ঞিনিয়ার শেখ আব্দুল আলী ও স ম সাইফুল গনি তপন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জি এম মঈন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মহসিন হোসেন ও জাহাঙ্গির কবির (টিপু), অর্থ-সচিব পদে সেলিম রেজা (বাবু), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নাজিম উদ্দীন, দপ্তর সম্পাদক পদে এ এম মামুন অর রশিদ, প্রচার সম্পাদক পদে শেখ হাবিবুল বাসার (মুন), নিরাপত্তা ও বনায়ন বিষয়ক সম্পাদক পদে গোলাম মোস্তফা রনি, ক্রীড়া সম্পাদক পদে এস এম ফারুক উজ জামান, আইন সম্পাদক পদে অ্যাড. কে এম রাজিবুল ইসলাম নির্বাচিত হন। পরিষদের নির্বাচিত ৫জন নির্বাহী সদস্য হলেন যথাক্রমে মোঃ আব্দুল খালেক, মোঃ ফিরোজ কবির বাবলা, ডাঃ মোঃ আব্দুস সবুর, ডাঃ মোঃ মোশারফ হোসেন, মোঃ জয়নাল আবেদীন।
নির্বাচনে গতকাল শনিবার নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনার পর রাত ১০সাড়ে দশটায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।