ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || খুলনা মহানগর বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও হাসানুর রশিদ মিরাজ নির্বাচিত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কাউন্সিল অধিবেশনে ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদে ৬ প্রার্থীর মধ্যে মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ সাদী ৩৭০ ভোট, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু ২৬০ ভোট এবং সাবেক ছাত্রদল নেতা হাসানুর রশিদ মিরাজ ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অন্য তিন প্রার্থীর মধ্যে মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারু ১৭৬ ভোট , যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শের আলম সান্টু ১০৬ ভোট এবং সাবেক যুবদল নেতা তারিকুল ইসলাম তারেক ৭৮ ভোট পান। ৪টি ভোট বাতিল করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।