মোঃ মাহাতাবুর রহমান, বার্তা সম্পাদক|| নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি,আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও পতিত স্বৈরাচারের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে ঢাকা জেলা বিএনপির সমাবেশ ধামরাইয়ের যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাহী সদস্য তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন মুরাদ,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি সহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন,আমরা দ্রুত সময়ের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন চাই। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন নয়। আগে স্থানীয় নির্বাচন হলে খুনখারাবি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে।
ফকরুল বলেন, আমরা অনেক জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছি। যারা ফ্যাসিস্ট ও জুলুম কারীরা দেশ থেকে পালালেও আড়ালে বসে দেশে অশান্তি সৃষ্টি করছে। আমরা সম্মিলিত ভাবে ধৈর্য্যের সাথে মোকাবেলা করবো। আমাদের দলে চাঁদাবাজির কোনো ঠাঁই হবে না।
দলের এই শীর্ষ নেতা ধামরাই কে বিএনপির ঘাঁটি হিসেবে উল্লেখ করেন এবং সবাই কে একযোগে দলীয় স্বার্থে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে মহিলা দলের নেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক এমপি সুলতানা আহমেদের একটা বক্তব্য নিয়ে বিবাদে জড়িয়ে পরে দুপক্ষ। পরে উর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।