এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার|| সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার (২৪ ফেব্রুয়ারী) আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়।
ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক নিয়াজ কওছার তুহিন। এ সময় কলেজের গভর্নিং বড়ির বিদ্যোৎসাহী সদস্য শেখ নাজমুল হোসেন, ক্রীড়া আয়োজক কমিটির সদস্য সহকারী অধ্যাপক তারক চন্দ্র সরকার, সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, ইন্দ্রজিত কুমার মন্ডল, জয়শ্রী ঘোষ, মিজানুর রহমান, আব্দুর রউফ, সুকুমার ঘোষ, নাসিম সুলতানা, নাজিমুদ্দীন আহমেদ, মোশাররফ হোসাইন চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. বদরুজ্জামান, দেবব্রত কুমার মিস্ত্রী, মাসুদুর রহমান, বিকাশ চন্দ্র মিস্ত্রী, ডিএম নাসির উদ্দীন, আওছাফুর রহমান, বিলকিস আক্তার, মর্জিনা মোমতাহানা শিখা, প্রভাষক সুমা বিশ^াস, রতন কুমার ঘোষ, গোবিন্দ দুলাল বর, আমিনুর রহমান, শম্পা রানী মৃধা, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, তপন কুমার ঘোষ, কামরুল ইসলাম, নবতরণ গায়েন, গ্রন্থাগারিক সাইফুজ্জামান, প্রদর্শক মাজেদা খাতুন, সনজিত কুমার ঘোষ, ল্যাব সহকারী সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর হোসেন, বিপুল চন্দ্র ঘোষসহ শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা চকোলেট দৌড়, ভারসাম্য দৌড়, সুচে সুতা পরানো, বোতল কুড়ানো ও চেয়ার সিটিং এবং শিক্ষক-কর্মচারিরা হাড়ি ভাঙা, বাস্কেটে বল নিক্ষেপ এবং বোতল কুড়ানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
আগামী ২৬ ফেব্রুয়ারী বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।