1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) এর উদ্যোগে “নবায়নযোগ্য জ্বালানি ও তারুণ্য” বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুসূদন গবেষক, কবি খসরু পারভেজের ৬৩ তম জন্মদিন আজ আশাশুনিতে ডেভিল হান্ট অভিযানে আটক-৫ রোকেয়া মনসুর মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে সম্পত্তির লোভে অধ্যাপক দম্পতিকে অবরুদ্ধ করলো ভাতিজারা জুলুমকারীরা পালালেও পর্দার অন্তরালে তারা সক্রিয় – মির্জা ফকরুল নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন সাদী, বাবু ও মিরাজ খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍তুহিন সাধারণ সম্পাদক কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কয়রায় জরাজীর্ণ গুচ্ছগ্রাম নিরালা জনকল্যাণ সমিতির সভাপতি ফিরোজ, সম্পাদক সবুর কালিগঞ্জে বিএনপির সংগঠনিক সভায় কি বললেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি দিঘলিয়ায় ইউপি চেয়ারম্যান হায়দার মোড়লকে অপসারণ ও গ্রেপ্তার দাবি মানববন্ধন  শ্যামনগরে জামায়াতের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান ধর্ষণের বিরুদ্ধে খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদ এর বিক্ষোভ ও মশাল মিছিল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে খুলনা জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল কেশবপুরে এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেফতার কালিগঞ্জে পলিথিনের বিকল্প নিয়ে শিক্ষার্থীদের সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার -২০২৪ এর সম্মাননা প্রদান পায়ে শিকল পরিয়ে ইটভাটা শ্রমিককে নির্যাতন, গ্রেপ্তার ২

মধুসূদন গবেষক, কবি খসরু পারভেজের ৬৩ তম জন্মদিন আজ

  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর|| মধুসূদন গবেষক কবি খসরু পারভেজের আজ ৬৩তম জন্মদিন। ১৯৬২ সালের ২৫ ফেব্রুয়ারী তিনি কেশবপুর উপজেলাধীন সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামের এক সম্ভান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা খন্দকার মকবুল আহমেদ ও মাতা লুৎফুন্নেছা লতা।

‘বুকে যদি পাপ থাকে সে বুক ধ্বংস হোক/ চোখে যদি পাপ থাকে সে চোখ অন্ধ হোক/ প্রেমে যদি ঘৃণা থাকে সে প্রেম ছিন্ন হোক/ পথে যদি পাপ থাকে সে পথ রুদ্ধ হোক।’ এই দৃপ্ত উচ্চারণ নিয়ে বাংলা কবিতায় তাঁর সদম্ভ পদচারণা। আশির দশকের উজ্জ্বল কবি খসরু পারভেজ মধুসূদন গবেষক হিসেবে ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি হিসেবে খসরু পারভেজ ইতোমধ্যে তাঁর অবস্থানকে সুদৃঢ় করেছেন।
বাংলা ভাষা-সাহিত্যে পড়াশুনা করেছেন। একসময় সংবাদিকতা করতেন। দেশের বৃহত্তম রাষ্ট্রায়াত্ত ব্যাংকের চাকুরি থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন।
খসরু পারভেজ প্রতিষ্ঠা করেছেন মধুসূদন স্মারক সংস্থা ‘মধুসূদন একাডেমী’ ও কবি সংগঠন’ পোয়েট ফাউন্ডেশন বাংলাদেশ’।
কবিতা চর্চার পাশাপাশি গান লেখেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। গদ্য চর্চা ও গবেষণাধর্মী কাজে নিবেদিত। তাঁর কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
প্রকাশিত গ্রন্থঃ
কাব্যঃ- পালক খসা বলাকার আর্তনাদ, নিহত বিভীষিকা নিরুদ্দেশে, মুক্তিযুদ্ধের কুকুরগুলো, ভালোবাসা এসো ভূগোলময়, পুড়ে যায় রৌদ্রগ্রাম, ধর্ষণমঙ্গল কাব্য, রূপের লিরিক, প্রেমের কবিতা, জেগে ওঠো প্রত্নবেলা, জিন্নাহর টুপি, হৃদপুরাণ, নির্বাচিত কবিতা, যশোর রোডে দাঁড়িয়ে, সুবর্ণগ্রামে লকডাউন, সক্রেটিসের সাথে, কুড়িয়ে পাওয়া কবিতা, হিন্দুবাদী কবিতা অথবা একবিংশ শতাব্দীর প্রার্থনা, শ্রেষ্ঠ কবিতা, যশোরের যীশু।
গদ্য ও গবেষণাঃ মাইকেল পরিচিতি, কবিতার ছন্দ, আমাদের শিল্পী এস এম সুলতান, সাধিতে মনের সাধ, আমাদের বাউল কবি লালন শাহ, মাইকেল মধুসূদন দত্ত, এস এম সুলতান, মধুসূদন: বিচিত্র অনুষঙ্গ, মধুসূদনচর্চা: নির্বাচিত প্রবন্ধ, আমার রবীন্দ্রনাথ: ভ্রান্তির ছলনে।
অনুবাদঃ- মধুসূদনের চিঠি।
সম্পাদনা গ্রন্থঃ- সাগরদাঁড়ী ও মধুসূদন, মুখোমুখি সুলতান, ফুটি যেন স্মৃতিজলে, মধুসূদন : কবি ও কবিতা, মধুসূদন : নিবেদিত পঙক্তিমালা, আরো এক বিপন্ন বিস্ময় (করোনাকালের কবিতা সংকলন), বাঙালির বিস্ময়: মেঘনাদবধ কাব্য। সম্পাদনা করেছেন দুই ডজনের বেশি মধুসূদন বিষয়ক সাময়িকী ও স্মরণিকা। মধুসূদন স্মরণ বার্ষিকী ‘মধুকর’ সম্পাদনার সঙ্গে যুক্ত। ছোটকাগজ ‘অববাহিকা’ ও ‘ভাঁটফুল’ এর সম্পাদক। ‘সুবর্ণ লিরিক’ এর উপদেষ্টা সম্পাদক। সম্পাদনা করছেন দুই ডজনের বেশি মধুসূদন স্মরণিকা-সাময়িকী।
কবি মাইকেল মধুসূদন দত্ত বিষয়ে গবেষণামূলক গ্রন্থ রচনায় কৃতিত্বের জন্য খসরু পারভেজ ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার’ ২০১৩ ও ‘মহাকবি মধুসূদন পদক’ ২০১৪ অর্জন করেছেন। গান রচনায় সাফল্যের জন্য পেয়েছেন ‘মোহাম্মদ মনিরুজ্জামান পদক’।
এছাড়াও সাহিত্যে অবদানের জন্য প্রাপ্ত অন্যান্য পুরস্কার ও সম্মাননার মধ্যে উল্লেখযোগ্য-সুকান্ত পদক, মনোজ বসু স্মৃতি পুরস্কার, বিবেকানন্দ পদক, কণ্ঠশীলন সম্মাননা পদক, মাইকেল মধুসূদন সাহিত্য পদক, স্বরগম সংগীত একাডেমী গুণীজন সম্মাননা, জীবনানন্দ স্মৃতি সম্মাননা, বিপ্রতীপ ছোটকাগজ সম্বর্ধনা, দেশজ মেলা সম্বর্ধনা, বৈশাখী মেলা সম্বর্ধনা, কেশবপুর বইমেলা সম্মাননা, কপোতাক্ষ সাহিত্য পরিষদ সম্মাননা পদক, কাদামাটি সাহিত্য পদক, আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি পুরস্কার।
ভারত থেকে পেয়েছেন-ফেডারেশন হল সোসাইটি সম্মাননা, তিন বাংলা কবি সম্মেলন সম্মাননা, কবি অমিয় চক্রবর্তী পুরস্কার এবং নজরুল স্মারক সম্মাননা।
খসরু পারভেজের ৬৩তম জন্মদিন উপলক্ষে এবারের একুশে বইমেলায় তাঁর কাব্যগ্রন্থ: ‘পৃথিবী জোড়া প্রেমের কবিতা’, ‘হৃদপুরাণ’ প্রবন্ধ-গবেষণা: ‘জানা অজানা মধুসূদন’, ‘বাঙালির বিষ্ময় মেঘনাদবধ কাব্য’ জীবনী গ্রন্থমালা: মাইকেল মধুসূদন দত্ত, শিল্পী এস এম সুলতান এবং মধুসূদন বিচিত্র অনুষঙ্গ: সম্পাদনা ‘আরো এক বিপন্ন বিষ্ময়’ প্রকাশিত হয়েছে। প্রতি বছর মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ-এর জন্মদিন পালিত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।