এস.এম.শামীম দিঘলিয়া, খুলনা|| দিঘলিয়ায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় দিঘলিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ২৫ শে ফেব্রয়ারী মোঙ্গলবার বেলা ৩ টায় উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, খুলনা। প্রকল্প উপস্থাপনায় ছিলেন কৃষিবিদ শেখ ফজলুল হক মনি প্রকল্প পরিচালক, ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মো:কিশোর আহমেদ উপজেলা কৃষি অফিসার দিঘলিয়া খুলনা।
উক্ত অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো: মনিরুল ইসলাম উপ-সহকারী কৃষি অফিসার দিঘলিয়া, খুলনা। মুহিদুল ইসলাম মিয়া উপজেলা কৃষি অফিস। এসময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান গন ও বিভিন্ন পর্যায়ের কৃষক ও কৃষি উদ্যোক্তা গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দিঘলিয়ার বিভিন্ন পর্যায়ের কৃষক গন তাদের ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ফসল,ধান,গম,ভুট্টা, বাঁধা কপি, লাউ,টমেটো, গাজর,করলা,পেপে,পিয়াজ,বড়ই,ফুলকপি,বাগুন,কলা,কুমড়া,চাল কুমড়া, তরমুজ, সীম,ওলকপি, বেল,আলু,মাসরুম,কাচা মরিচ,আম গাছ, পেয়ারা, আনারস ইসি মিটার, ময়েশ্চার মিটার, কর্ণ সেলার,কোকোনাট ক্লাইম্বার, ফুড পাম্প, মিনি গার্ডেন টিলার, ইত্যাদি মেলায় প্রদর্শন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।