মোঃফয়সাল হোসেন, কয়রা প্রতিনিধি|| খুলনার কয়রায় ইট পরিবহন করা ট্রলির ধাক্কায় রিজিয়া নামে এক পথচারী নিহত ।সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার কালনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিজিয়া (৬৫) উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের আঃ মজিদ গাজীর স্ত্রী।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তিনি মারা যান। এ সময় বাজারে কাঁচামাল ব্যবসায়ী মদিনাবাদ গ্রামের আবু বকর গাজী (৫৮) নামে আরও একজন আহত হয়ে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত বৈদ্য বলেন, গুরুতর আহত অবস্থায় বিকালে রোগীটি হাসপাতালে ভর্তি হয়। তার পা ও হাত ভেঙে যায়। আমরা সর্বাত্নক চেষ্টা করেছি। রাত আটটার দিকে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সড়ে চারটার দিকে কয়রা উপজেলা সদর থেকে একটি ট্রলি বেপরোয়া দ্রুত গতিতে চাঁদআলীর দিকে যাওয়ার সময় কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার পাশের রাস্তা দিয়ে একজন বৃদ্ধা মহিলা সড়কের উপর উঠলে পিছন দিক থেকে ট্রলির ধাক্কায় পাকা রাস্তার উপর পড়ে যায়। ট্রলির ধাক্কায় তিনি সড়কের উপর পড়ে গেলে তার মাথায় আঘাত ও শরীরের উপর দিয়ে পিছনের চাকায় চাপা দিয়ে যায় । এছাড়া ওই সময় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কাঁচামাল বিক্রেতা আবু বকর গাজী ট্রলির আঘাতে আহত হয়। স্থানীয়রা তাদেরকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠান এবং ঘাতক ট্রলিটি আটকিয়ে রাখেন।
নিহতের ছেলে আমিরুল ইসলাম জানান, তার মা গতকাল কালনা মাদ্রাসার মাহফিল শুনতে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বিকালে ফেরার পথে কয়রা-পাইকগাছা প্রধান সড়কে উঠলে পিছন থেকে ট্রলি ধাক্কা দেয়। নিহতের চার মেয়ে ও দুটি ছেলে রয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, দুর্ঘটনায় একজন বৃদ্ধা মারা গেছেন। ট্রলি জব্দের পাশাপাশি চালক পাইকগাছা উপজেলার রাড়ূলি গ্ৰামের কৃষ্ণপদ দাসের ছেলে দেবদাসের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।