ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি|| খুলনায় নাগরিক আন্দোলনের নেতা ও ব্যবসায়ী কামরুজ্জামান টুকু ওরফে সাদ (৫২) নামে এক ব্যাক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৮ ফেব্রুয়ারী চায়না যাওয়ার উদ্দেশ্য তিনি খুলনা সোনাডাঙ্গা থানার (১নং ফেইজ) আবাসিক এলাকা হতে ঢাকার উদ্দেশ্য রাত ৮টায় রওনা হলে তাকে অদ্যবধি আর খুজে পাওয়া যায়নি।
এ বিষয়ে তার স্ত্রী ইরানি পারভিন আজ বুধবার সোনাডাঙ্গা থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর-১৯৯৭/২৫।এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এস আই সুমন মন্ডল বলেন আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি ভিকটিমকে উদ্ধার করার।জিডিতে ইরানি পারভিন উল্লেখ করেন আমার স্বামী মো: কামরুজ্জামান টুকু ওরফে সাদ Qps ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ফার্মের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায়িক কাজে তিনি গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্য রাত ৮ ঘটিকায় বাসা থেকে বের হন, ঐদিন রাত ৩-৩০ মিনিট বিমানযোগে তার চায়না যাওয়ার কথা।এরপর তার মোবাইল ফোনে বারংবার ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফেন রিসিভ করেননি।প্রকারন্তরে অন্য কেউ তার ফোন রিসিভ করে বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক কথা বলে ভয় ভিতি প্রদর্শন করছেন।ইরানি পারভিন তার স্বামীকে সুস্থ অবস্থায় ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।