এস এম তাজুল হাসান সাদ|| সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রোকেয়া মুনসুর মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা এবং ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার পরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজটির নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লা পলাশ। তিনি বলেন আমার পিতা সাবেক বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট এ মনসুর আলী খুলনার বাড়ি বিক্রয় করে এই অঞ্চলের নারী শিক্ষার প্রসার ও নারী জাগরণের জন্য উপজেলা সদরে মাদ্রাসা ও মহিলা কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। সে সময় আমার পিতা আমাকে ও আমার মাকে তার স্বপ্নের কথা বলেছিলেন, তিনি এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তার মায়ের ভূমিকার কথাও তুলে ধরেন এবং কলেজটির প্রতিষ্ঠা লগ্নে যারা সহযোগীতা করেছিলেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।
উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত এ নারী শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং কমিটিতে হিতৈষী সদস্য মনোনীত হয়েছেন কলারোয়া মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল। বিদ্যুৎসাহী সদস্য কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, শেখ সাইফুল বারী সফু, শেখ নাজমুল ইসলাম। অভিভাবক প্রতিনিধি শেখ রেজাউল করিম ও শেখ জাফরুল্লা। শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস, সহকারী অধ্যাপক নিয়াজ কাউসার তুহিন। অনুষ্ঠানে নবগঠিত গভর্নিং বডির সকলকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ শেখ শফিউল্লাহ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ নুরুজ্জামান, কলেজের সাবেক কমিটির সদস্য গোলাম মাওলা, খায়রুল ইসলাম প্রমূখ।
সবশেষে প্রধান অতিথি এইচ এম রহমতুল্লাহ পলাশ কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।