1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুবির অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত দিঘলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান। -৬৫ হাজার টাকা জরিমানা আদায় নগরীর শিববাড়িতে নৌ-বাহিনী ও পুলিশের যৌথ অভিযান প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের(এলডিডিপি) বাস্তবায়নে ৪০ জন খামারির মাঝে ৬ টি ঘাস কাটার মেশিন বিতরণ  নড়াইলে নাতিকে হত্যা করে মাটিতে পুতে রাখলো আপন দাদি শার্শায় বাহাদুরপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অসহায়,দারিদ্র এবং রোজাদার মাঝে ইফতারী বিতরণ করলেন- আলামিন ডেকোরেটর কয়রায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল চোরাচালানীদের ধরতে কালভার্টের সাথে ধাক্কায় ১ বিজিবি সদস্য নিহত, অপরজন আহত  লোহাগড়ার চর কালনা গ্রামে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল কেশবপুরে গৌরীঘোনা ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহাফিল অনুষ্ঠিত কেশবপুরের মঙ্গলকোটে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় গাছতলায় পূজা অনুষ্ঠিত দিঘলিয়ায় ফার্মাসিতে  ভ্রাম্যমান আদালত ৬৫ হাজার টাকা জরিমানা  অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলেন – সোনাডাঙ্গা থানাধীন ১৭ নং ওয়ার্ড যুবদল  গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে  পা ভাঙলো কেসিসির ৭ নং ওয়ার্ড কাউন্সিলর খুলনার লবনচরায় মাদক বিক্রিকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম ধর্ষকের বিচারের দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দল খুলনায় মানববন্ধন কয়রা থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ

দীর্ঘ ১৬ বছর পর আশাশুনিতে জামায়াতের কর্মী সমাবেশ

  • প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ বার শেয়ার হয়েছে

 

স্টাফ রিপোর্টার: এস এম তাজুল হাসান সাদ|| জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আাগামী নির্বাচনের জন্য জনমত গঠনের আহ্বান জানিয়ে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন,মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু গত ৫৪ বছর আমরা ভোটের অধিকার পাইনি।

মুজিবুর রহমান বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল ৫ আগস্ট। এদিন থেকে দ্বিতীয় স্বাধীনতা পেয়ে কথা বলার সুযোগ পেয়েছি। সফল ছাত্র আন্দোলনে জালেমরা পালাইছে। কিন্তু দেশে জুলুম এখনো বন্ধ হয়নি। দেশে আল্লাহর আইন চালু হলে জুলুম,নির্যাতন,হয়রানি বন্ধ হবে। দেশে ন্যায় বিচার কায়েম হবে। পুরুষ,মহিলা ও যুবকরা জীবন দিতে শিখেছে। এ দেশের মানুষ জেগে উঠতে শিখেছে। জেগে ওঠা জনগণ কারও প্রভুত্ব মানবে না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় সাতক্ষীরার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আশাশুনি উপজেলা জামায়াত আয়োজিত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন,নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশে নেই। বিগত জালেম সরকারের লোকজন এখনো বহু জায়গায় ঘাপটি মেরে বসে আছে। এদেরকে সরাতে হবে। যারা ভোটাধিকার হরণ করেছে,গুলি করে মানুষ খুন করেছে,তাদের আগে বিচার করতে হবে। আগে বিচার,তারপর সংস্কার,তারপর নির্বাচন। যারা নির্বাচনের জন্য তাড়াহুড়া করছেন তাদেরকে বলব, আপনারা কি আগের মত নির্বাচন চান? না প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন চান। তিনি বলেন,আগে সংস্কার তারপর নির্বাচন।

মুজিবুর রহমান বলেন,বিগত ২০১৪,২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারেনি। কেন্দ্রে গেলে তাদেরকে বলা হয়েছে, আপনাদের ভোট দেয়া হয়ে গেছে,আপনারা চলে যান। সেদিন যুবকরা কেন্দ্রে গিয়ে তাদের জীবনের প্রথম ভোট দিতে পারেনি। হায়েনার দল যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল,গণতন্ত্রকে তারা বহু দূরে নিয়ে গেছিল। নতুন ভোটার হওয়া যুবকদের ভোট দিতে দেয়নি। সেখান থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক,কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার,কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নাবেয়ে আমীর শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান,সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম,জেলা কর্মপরিষদ সদস্য এড.আজিজুল ইসলাম,এড.আব্দুস সোবহান মুকুল, জেলা অফিস সেক্রেটারী রুহুল আমিন,আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নূরুল আবছার মোর্তজা প্রমূখ। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আনওয়ারুল হক,কর্ম পরিষদ সদস্য এপিপি এ্যাডভোকেট শহীদুল ইসলাম,সহ সেক্রেটারী প্রফেসর শাহজাহান আলী,ডাঃ রোকনুজ্জামান,মাওলানা আব্দুল বারী,সাবেক সেক্রেটারি এবিএম আলমগীর পিন্টু,পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান।

মুজিবুর রহমান বলেন,৭১ সাল থেকে গত ৫৪ বছর দেশ মানুষের আইন দ্বারা পরিচালিত হয়েছে। মানুষের আইনে ভুল থাকতে পারে। কিন্তু আল্লাহর আইনে কোন ভুল নাই। যারা আল্লাহর আইন মানে না তারা কাফের, ফাসেক,জালেম। আগামীতে যদি কেউ আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন দ্বারা দেশ পরিচালনা করতে চায় তাহলে সেটা হতে দেয়া হবে না। তিনি বলেন, যারা ইসলামের কথা বলে,তাদের সংসদে পাঠানো গেলে দেশে ইসলামি আইন বাস্তবায়ন হবে। আল্লাহর আইন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

দীর্ঘ ১৬ বছর পর আশাশুনিতে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীরা ছিলেন উচ্ছ্বসিত। সকাল ৯টায় জামায়াতের মহিলা কর্মী সম্মেলনেও কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।