আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি|| উম্মাহর স্বার্থে ,সুন্নাহর সাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে গাবুরায় অসহায়দের ভাবনাহীন মানুষের মাঝে অগ্রিম রমজানের ইফতারের সামগ্রী বিতরণ।
বুধবার (২৬শে ফেব্রুয়ারি) বিকাল ৪টার সময় গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ১০০ পরিবারে মধ্যে পবিত্র মাহে রমজানের ইফতার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুল্লাহ বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি,এম মাসুদুল আলম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান, শিক্ষক ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাফেজ আহসান উল্যাহ বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের তহবিল থেকে গাবুরা ইউনিয়নে এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উত্তারোত্তর সাফল্য কামনা করেন।
আগামীতে তাদের কার্যক্রম এই এলাকায় পরিচালনা জন্য অনুরোধ করেন এবং সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।উপকারভোগী ব্যক্তি রোজায় তাদের কল্যাণ সাধিত করায় কৃতজ্ঞতা জ্ঞাপনসহ সংশ্লিষ্ট সকলের জন্য মন খুলে দোয়া করেন।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি,এম মাসুদুল আলম বলেন,আস-সুন্নাহ ফাউন্ডেশন আছে যে আগে জানা ছিল না। আজ গাবুরা ইউনিয়নের অসহায় ১০০ পরিবারের মাঝে অগ্রিম ইফতারীর সমগ্র প্রদান করছে।আস-সুন্নাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা শায়েখ আহমাদুল্লাহ কে চিনতাম না উনি যে কারাবন্দি ছিলেন ।
এখন ছাড়া পাওয়ার পর তার উদ্যোগে গরীব মানুষের মাঝে যে বিভিন্ন অনুদান বিতরণ করেন । আমি আশা করবো আগামীতে আরো বেশি অনুদান গাবুরাতে প্রদান করবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আব্দুল্লাহ আল মামুন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।