মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি|| যশোরের শার্শায় ছুরিকাঘাতে ইয়াসিন (৩৩) নামে এক যুবক জখম হয়েছে।
বৃহস্পতিবার (২১) শে ফেব্রুয়ারি বেলা চারটার দিকে, উপজেলার নাভারণের ইসলামপুর চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। আহত যুবক ইয়াসিন কিসমির বিল এলাকার ফজলুর রহমানের ছেলে। আহত ইয়াসিন পেশাই একজন প্রাইভেট চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় দুপুরে খাওয়ার উদ্দেশ্যে বাড়ি ফিরছিলেন, এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা, সন্ত্রাসী মাসুদ তার পেছন দিক থেকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে এবং সে মাটিতে লুকিয়ে পড়ে।
স্থানীয়রা ছুটে এসে, তাকে উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে, তার অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ জেলা হাসপাতালে রিলিজ করেন।
এ বিষয়ে জানতে চাইলে, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, নাভারণের সংগঠিত সন্ত্রাসী ঘটনায় সন্ত্রাসীকে ধরতে অভিযান অব্যাহত আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।