ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || জাতীয় ভোটার দিবস আজ রবিবার (২রা মার্চ)। দিনটির এবারের প্রতিপাদ্য- ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’।
গত ২০২৪ সালে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন(ইসি)। ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ২ মার্চ থেকে দিনটি পালন করে আসছে সংস্থাটি।
সরকারের ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন প্রস্তুতির এ পর্যায়ে রবিবার ২০২৪ সালে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এর আগে গত ২ জানুয়ারি ২০২৪ সালে হালনাগাদ করা ওই খসড়া ভোটার তালিকা অনুযায়ী, ১৮ লাখ নতুন ভোটারসহ দেশের মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ। তবে প্রত্যাশিত সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্ত না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না দেওয়ায় অসঙ্গতিপূর্ণ ওই তালিকা হালনাগাদের কাজ গত ২০ জানুয়ারি শুরু করে ইসি। এই কর্মসূচিতে মৃত ভোটারদের বাদসহ ২০২৬ সালের ১ লা জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ হবে তাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।
খুলনায় আঞ্চলিক নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সচিব খুলনার খবর কে জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বশক্তি দিয়ে তারা চেষ্টা করবেন। চলমান নতুন হালনাগাদ সঠিকভাবে হলে এবার নতুন ভোটার যুক্ত হবে প্রায় ৬২ লাখ। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার এবং বাদ পড়া ভোটার মিলিয়ে রেজিস্ট্রেশন করেছে ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক। আর আগের তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছে প্রায় ১৭ লাখ।
এদিকে আইন অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে ২০২৪ সালের চূড়ান্ত তালিকা অনুয়ায়ী ভোট করতে হবে কমিশনকে। তবে আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরও ভোট দেয়ার সুযোগ দিতে চায় কমিশন। সেজন্য ভোটার নিবন্ধন আইনে সংশোধনীর উদ্যোগ নেওয়া হয়েছে।
দিবস উদযাপনে খুলনায় ইসির কর্মসূচি:
দেশে সপ্তম বারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। ভোটাধিকার সম্পর্কে দেশের সর্বস্তরের মানুষের মাঝে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ২ মার্চ থেকে দিনটি পালিত হচ্ছে। দিনটি উদযাপনে খুলনার নির্বাচন কমিশন নানা কর্মসূচি পালন করবে। দিবস টি উদযাপনের শুরুতে, রবিবার সকাল ৯টায় খুলনা নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস-২০২৫ এর কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশনার।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বেলা ১১টার দিকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভাপতিত্বে আলোচনায় কমিশনার, ইসি, সচিব,সহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। তবে পরের বছর ২০২৯ সাল থেকে এই ভোটার দিবস উদযাপনের তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।
খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব ফয়সল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনার জেলা নির্বাচন অফিসার মোঃ ফারাজী বেনজীর আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এর আগে সকালে দিবসটি উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।