পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর || কেশবপুরের মজিতপুরে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম শুভ জন্মতিথি পালিত হয়েছে। শুভ জন্ম তিথি পালন উপলক্ষে সাধন দর্শণ বিষয়ক আলোচনা পূজা ও ভক্ত সমাবেশ এর আয়োজন করা হয়।
শুক্রবার (৭ মার্চ-২৫) কেশবপুর উপজেলার মজিদপুর রামকৃষ্ণ সেবাশ্রমে সারদা সংঘ, কেশবপুর বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, কেশবপুর শাখার সার্বিক সহযোগিতায় পরমপুরুষ শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম শুভ জন্ম তিথি পূজা ও ভক্ত সমাবেশ এর আয়োজন করেন।
মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী তপন কুমার ঘোষ-এর সভাপতিত্বে শ্রীশ্রী ঠাকুরের জন্মের পূর্বে ও বাল্যকালে ঐশ্বরিক সত্তার ও অলৌকিক ঘটনার প্রকাশ সম্পর্কে শ্রীশ্রী ঠাকুরের সাধন দর্শণ বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন, মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী কালীপদ পাল।
মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সহ-সাঃ সম্পাদক পলাশ সিংহ ও হিসাব রক্ষক প্রভাষক কুন্তল বিশ্বাস-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ।প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। সম্মানিত অতিথি ছিলেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ।
অনুষ্ঠান শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভালুকঘর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব গোস্বামী (পুরোহিত), সাগরদাঁড়ি আবু শরাফ সাদেক কারিগরি কলেজের সহকারী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য, ও প্রভাষক মহেশ বিশ্বাস।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।