মোঃ রাজু হাওলাদার, খুলনা || রাত সাড়ে ১১টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে খুলনা মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াসহ সারা দেশের ধর্ষকদের ফাঁসির দাবিতে সম্মিলিত বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
খুলনা মেডিকেল কলেজেরকে-৩০ ব্যাচের শিক্ষার্থী মিরাজ আল ইমরান এ নেতৃত্বে মশাল মিছিলে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের কে-৩১ ব্যাচের শিক্ষার্থী ইরটেজা , কে-৩২ ব্যাচের শিক্ষার্থী অর্ণ , ও কে-৩০ ব্যাচের শিক্ষার্থী মোঃ-মিরাজুল ইসলাম প্রমুখ ।
বিক্ষোভ মিছিলে তারা- উই ওয়ান্ট জাস্টিস’,‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’,‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’,‘আমার বোন তোমার বোন,আছিয়া আছিয়া’, ‘আমার বোনের কান্না, আর না আর না’,‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’,রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’,ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’,‘২৪ এর বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিলটি খুলনা মেডিকেল কলেজের হোস্টেল থেকে শুরু করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে খুলনা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের সামনে এসে বিক্ষোভ মিছিল এসে শেষ করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।