খুলনা || মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের অবিলম্বে ফাঁসি নিশ্চিতের দাবিতে খুলনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে প্রতিবাদ সভার আয়োজন করে দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশন।
খুলনার সিটি বাইপাস রোডে সংগঠনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক মোঃ সামিউল হক। এতে সভাপতিত্ব করেন দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য মো. জালাল উদ্দিন, সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, কো অর্ডিনেট লিপিকা বুলবুল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ষণের ঘটনা আমাদের জন্য লজ্জার। আমরা দ্রুত মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণসহ সকল ধর্ষণের ঘটনার বিচার চাই। নরপশুদের ফাঁসি চাই। যাতে পরবর্তীতে কেউ আর এরকম সাহস না দেখায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।