ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || ১০ মার্চ ২০২৫ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সদর দপ্তরের সম্মেলন কক্ষে আযান, ক্বিরাত এবং ‘ইসলাম ও নাগরিকের অধিকার’ বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। কেএমপিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল আজিজ এর নেতৃত্বে ৩ সদস্যের জুরি বোর্ডের রায়ে ৩ টি ক্যাটাগরিতে ১ম স্থান অধিকারী ৩ জনকে বাছাই করা হয়। তন্মধ্যে আযানে এএসআই (সশস্ত্র) মোঃ ইয়াসিন আরাফাত, ক্বিরাতে পিএসআই মোঃ নাসির উদ্দিন এবং ‘ইসলাম ও নাগরিকের অধিকার’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় শিক্ষানবিশ সার্জেন্ট মোঃ পিপুলুজ্জামান সরদার ১ম স্থান অধিকার করেন।
পুলিশ কমিশনার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য যে, খুলনা মেট্রোপলিটন পুলিশ হতে বাছাইকৃত ৩ জন কেন্দ্রীয়ভাবে ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।