ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || ১০ই মার্চ রাত ১১ টা ৪৫ মিনিটে নগরীর খালিশপুর থানাধীন হাউজিং তিন তলা হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা এর গলির ভীতর অটোচালক মোহাম্মদ জাহাঙ্গীর পিতা:মৃত আব্দুল খালেক হাওলাদার সাং: ফরমেশ খানা থানা: দিঘলিয়া খুলনা, কে ছিনতাইকারী মোহাম্মদ মশিউর রহমান সাগর ( ৩৯) পিতা : রুস্তম আলী শেখ সাং: আফজালের মোড় আফজালের বাড়ির ভাড়াটিয়া থানা: খালিশপুর খুলনা অজ্ঞাতো আরও তিনজন ‘ছিল অটো চালক ভিকটিম জাহাঙ্গীরকে গলায় ছুরি ধরে গলির ভিতর ঢুকে জবাই করার জন্য উদ্যত হয় এবং ছুরির পোচ লাগে তখন অটো চালক জোরে চিল্লাপাল্লা করিলে আশপাশের লোকজন এসে আসামি মশিউর রহমান সাগরকে ধরে ফেলে এবং গণধোলাই দেয়।
বাকি তিনজন দৌড়ে পালিয়ে যায় তাৎক্ষণিক খালিশপুর থানার পুলিশকে খবর দিয়ে পুলিশের কাছে ১ জন কে সোপর্দ করে।
খালিশপুর থানার পুলিশ ভিকটিম কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়।
বাকি আসামি ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত আছে,
এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।