ইমরুল ইসলাম ইমম,খুলনা প্রতিনিধি|| খুলনা, ১১ মার্চ ২০২৫: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দল খুলনা।
মঙ্গলবার দুপুর ২ টায় খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দল খুলনার সদস্যরা অংশ নেন।
বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
“ধর্ষণের আইন সংশোধন করে অপরাধীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা আর আছিয়া, তনু বা পূর্ণিমা এর মতো ঘটনা দেখতে চাই না।” বক্তারা দাবি করেন, ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেয়া উচিত এবং তারা ফাঁসি দাবি করেন।
মানববন্ধনে বক্তারা দেশের নারীর প্রতি সহিংসতা ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে চলতে থাকলে দেশের মানুষ, নারী-পুরুষ সবাই নিরাপদ থাকবে না। প্রশাসনকে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে।”
অন্যদিকে বক্তারা খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখ করে বলেন, “খুলনার মানুষ এখন সন্ধ্যার পর বাইরে বের হতে ভয় পায়। ছিনতাই, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ বৃদ্ধি পেয়েছে, যা মোকাবিলায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।