নিজস্ব প্রতিবেদক || খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১১ই রমজান বিকাল ৪ টায় খুলনা মেডিকেল কলেজের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ডা. মো: মোহসীন আলী ফরাজী। এছাড়া অনুষ্ঠানে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইসলামিক আলোচনা করেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম, মাওলানা কামাল হুসাইন জফরী। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ফেডারেশনের এ আয়োজন সার্থক করার জন্য সকলকে ধন্যবাদ জানান ও ভবিষ্যতে আরো ভালো আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কর্মকর্তা- কর্মচারী কল্যাণ ফেডারেশন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি এম. এম. বদরুদ্দোজা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।