ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || ১২ই মার্চ ২০২৫, বুধবার, খুলনা মহানগরের খালিশপুর থানাধীন ২ নং নেভি গেটের সাবেক মুহাসিন কলেজের ভিপি ও যুবলীগ নেতা ফারুক আহমেদের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন আন্দোলনকারী তল্লাশি চালায়।
আজ রাত ১১টা ৩০ মিনিট থেকে রাত ১২টা ১০ মিনিট পর্যন্ত আন্দোলনকারীরা ফারুক আহমেদকে গ্রেফতারের উদ্দেশ্যে তার বাড়িতে প্রবেশ করে।
তারা বাড়ির বিভিন্ন স্থান তল্লাশি করে, তবে ফারুক আহমেদকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে খালিশপুর থানা পুলিশও উপস্থিত ছিল, তবে ফারুক আহমেদকে খুঁজে না পাওয়ায় আন্দোলনকারীরা এবং পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আন্দোলনকারীরা ফারুক আহমেদকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে তল্লাশি চালায়,
যা এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি করে। তবে, পরিস্থিতি শীঘ্রই শান্ত হয়ে যায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।