ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি|| ১৫ মার্চ-২০২৫ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন সভা সকাল ১১ টায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খুলনা সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
কেসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃাতায় বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল এর গুণগত মান অন্যান্য ভিটামিন এর চেয়ে বেশি থাকায় বাচ্চাদের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম।
এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই এটি গ্রহণের ফলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সকল মৃত্যুর হার ২৪% হ্রাস পায়। এইবার প্রয়োজনের তুলনায় ৫% বেশি ক্যাপসুল টিকা সরবরাহ আছে। এই ক্যাপসুল খাওয়ানোর সময় ক্যাপসুলের ভিতরকার তরল পদার্থগুলো সম্পূর্ণভাবে যাতে খাওয়ানো হয় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। এটি খাওয়ানোর সময় বাচ্চাদের মুখের সাথে কোন প্রকার হাতের স্পর্শ যেন না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে। আজ থেকে বিভিন্ন সেন্টারে টিকা বিতরণ কার্যক্রম চলমান আছে।
সভায় কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম প্রমুখ বক্তৃতা করেন। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ক্যাপাসিটি এ্যাবেলিটি এর প্রতিনিধি মোঃ এনামুল হক।
খুলনা সিটি কর্পোরেশের ৩১টি ওয়ার্ডে এক লাখ ২২ হাজার চারশত ২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৪ হাজার ছয়শত এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা এক লাখ সাত হাজার আটশত ২০ জন।
ঐ দিন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় সরকারি কর্মকর্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।